মাগুরা প্রতিদিন ডটকম : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হওয়া প্রভাত ফেরিতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থিসহ হাজার হাজার মানুষ অংশ নেন। অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজণৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রভাত ফেরিতে অংশগ্রহণকারীরা সারা শহর প্রদক্ষিণ করে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ বেদিতে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত হয়।
তারিখ-একুশ ফেব্রুয়ারি ২০১৯
আবু বাসার আখন্দ, মাগুরা।
০১৭১৬২৩২৯৬২