মাগুরা প্রতিদিন ডটকম : নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বই বিতরণ উত্সব।
রবিবার মাগুরা জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলার পারনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উত্সবের উদ্বোধন করা হয়।
সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উত্সবের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা শিক্ষা অফিসার আলমগির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক উপস্থিত ছিলেন।
বই বিতরণ উত্সবের আলোচনা শেষে প্রধান অতিথি এড. সাইফুজ্জামান শিখর বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের সঙ্গে ফুল বেঁধে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। বছরের প্রথম দিনে হাতে নতুন বইয়ের সাথে ফুলেল শুভেচ্ছা পেয়ে খুশি শিক্ষার্থীরাও।
মাগুরা জেলায় সরকারি বেসরকারি সব মিলিয়ে ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ ১৯ হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হচ্ছে। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে জেলার মোট ১৭৫টি বিদ্যালয়, ৭৪টি মাদরাসা এবং ১০টি কারিগরি বিদ্যালয়ের ৮৮ হাজার ৭০৫ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ কার্যক্রম চলছে।