আজ, বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১২:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক কাজী ফয়জুর রহমানের ইন্তেকাল মাগুরার শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা! শায়লা রহমান সেতুর নির্মম মৃত্যুর বিচারের দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশে মাগুরায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে মামলা-মানববন্ধন

মাগুরায় বই উত্সবে শিক্ষার্থীরা পেলো ফুলে বাধা নতুন বই

মাগুরা প্রতিদিন ডটকম : নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বই বিতরণ উত্সব।

রবিবার মাগুরা জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলার পারনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উত্সবের উদ্বোধন করা হয়।

সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উত্সবের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা শিক্ষা অফিসার আলমগির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক উপস্থিত ছিলেন।

বই বিতরণ উত্সবের আলোচনা শেষে প্রধান অতিথি এড. সাইফুজ্জামান শিখর বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের সঙ্গে ফুল বেঁধে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। বছরের প্রথম দিনে হাতে নতুন বইয়ের সাথে ফুলেল শুভেচ্ছা পেয়ে খুশি শিক্ষার্থীরাও।

মাগুরা জেলায় সরকারি বেসরকারি সব মিলিয়ে ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ ১৯ হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হচ্ছে। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে জেলার মোট ১৭৫টি বিদ্যালয়, ৭৪টি মাদরাসা এবং ১০টি কারিগরি বিদ্যালয়ের ৮৮ হাজার ৭০৫ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ কার্যক্রম চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology