মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরতলীর বরুনাতৈল এলাকায় একটি ধানক্ষেত থেকে সোমবার অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসি সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী বাসস্টান্ড সংলগ্ন বরুনাতৈল গ্রামের ধানক্ষেতের মধ্যে হাতপা বাধা গলাকাটা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দুরে একটি বাগানের ভেতর নম্বর প্লেট বিহীন বাজাজ কোম্পানির ১০০ সিসি লাল রঙের একটি মোটর সাইকেল উদ্ধার করেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী আহসান হাবীব জানান, নিহত যুবকের পরিচয় ও খুনের কারণ সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।