মাগুরা প্রতিদিন ডটকম : বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে মাগুরায় একুশে ফেব্রুয়ারি শুক্রবার ভোরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে প্রভাতফেরি বের হয়।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান সহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।
পরে শহরের প্রধান শহীদ মিনার প্রাঙ্গণের জেলা শিল্পকলা একাডেমির সদস্যরা কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।
এছাড়া জেলা শিশু একাডেমির উদ্যোগে সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনের উন্মুক্ত মঞ্চে কবিতা গান নৃত্যের পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলার অন্যান্য উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।