মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা করেছে।
রবিবার বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদের সামনে বিএনপির অস্থায়ী কার্যালয় চত্ত্বরে মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম-আহবায়ক আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, এড: রোকনুজ্জামান খান, মহিলা দলের সাবেক সভানেত্রী শামসুন নাহার প্রমূখ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরে কারাবন্দী দলীয় চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন।