মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, জেলা ও দায়রা জজ মো.কামরুল হাসান, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ড, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলমসহ জেলা ও পুলিশ প্রশাসন, আনসার-ভিডিপি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, মাগুরা প্রেসক্লাব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে নোমানী ময়দানে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে জেলা যুবলীগ শহরের নোমানী ময়দান থেকে সকাল সাড়ে জাতীয় পতাকা শোভিত বর্ণাঢ্য বাই-সাইকেল র্যালি বের করে। বাই-সাইকেল চালিয়ে র্যালির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।