নিজস্ব প্রতিনিধি: ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ শ্লোগানকে সামনে নিয়ে আজ বৃহস্পতিবার মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে শ্রীপুর উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি শ্রীপুর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এমএস মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শীতেষ চন্দ্র সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, মাগুরার পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর খ. মো. রেজাউল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. গোলাম কবির ও লাইন ট্যাকনিশিয়ান নকিব সাইফুল ইসলাম প্রমূখ।