মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে মাগুরা বর্ণমালা সাহিত্য সংস্কৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজনে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে সংগঠনের সভাপতি কাজী সিরাজ উদ্দিন মিহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী ফিরোজ, কবি বিকাশ মজুমদার, ডা.বাবুল রশিদ, কবি আব্দুল হাকিম, কবি মনিরুজ্জামান, সাংবাদিক আবু বাসার আখন্দ, প্রভাষক আবদুল ওয়াদুদ ও বর্ণমালা সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক লিটন ঘোষ জয়।
আলোচনা সভা শেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে স্থানীয় কবি সাহিত্যিকরা কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে মাগুরার বিভিন্ন সাহিত্য সংগঠনের কবি-সাহিত্যিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।