মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভায়না ক্রিকেট দল বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ক্রিকেট একাডেমিকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
গত বছরের ১০ মার্চ মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে দুটি গ্রুপে ১২টি দল নিয়ে শুরু হওয়া ক্রিকেট লীগটি করোনা প্রাদূর্ভাবের কারণে বন্ধ থাকলেও নতুন বছরে আবার শুরু হয়।
শনিবারের ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে আছাদুজ্জামান ক্রিকেট একাডেমি ৪৪ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান করে। জবাবে খেলতে নেমে ভায়না ক্রিকেট দল ৩৮ ওভার ১ বল খেলে ২ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। এবারের লীগে ভায়না ক্রিকেট দলের মনির ম্যান অব দ্যা লীগ, ইমন ম্যান অব দ্যা ফাইনাল, সেরা ব্যাটস ম্যান আসলাম ও সেরা বলার মনির নির্বাচিত হয়।
খেলা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
মাগুরা জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সাবেক ক্রিড়া প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে মাগুরা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।