আজ, বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:১৬

ব্রেকিং নিউজ :

মাগুরায় বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিদিন ডটকম : ব্রীটিশ ভারতের অন্যতম প্রাচীণ জনপদ যশোরকে বিভাগ ঘোষণা, শত বছরের পুরাতন যশোর বিমান বন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও যশোরে ৪টি অর্থনৈতিক জোন স্থাপনসহ এ অঞ্চলে উন্নয়নে মোট ১১ দফা দাবীতে শনিবার সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহত্তর যশোর মুক্তিযুদ্ধসহ জাতীয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও উন্নয়নের সুষম সুবিধা থেকে সব সময় বঞ্চিত। কৃষিক্ষেত্রসহ ব্যবসা-বাণিজ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যশোর। পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মাসেতু এখন আমাদের সময়ের দাবী।

এছাড়া বেনাপোল স্থল বন্দরের আধুনিককায়ন, যশোর বিমান বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, বৃহত্তম যশোরের প্রতিটি জেলায় অর্থনৈতিক জোন তৈরির পাশাপাশি সকল জেলায় রেল ও গ্যাস সংযোগ স্থাপনের দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক এড. আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপুল, যুগ্ম সাধারন সম্পাদক হাসান ইমাম আরজু, সাংগঠনিক সম্পাদক মিয়া মাসুদুর রহমান, হাবিবুর রহমান হাবিব (সাধারন সম্পাদক, যশোর শাখা) দপ্তর সম্পাদক ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক আবু বাসার আখন্দ, শফিকুল ইসলাম শফিক, তেহরান আলম টুটুল, রূপক আইচ, অমিত মিত্র প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology