মাগুরা প্রতিদিন ডটকম : বিএনপি নেত্রি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার মাগুরায় বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।
সকাল ১১ টায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠন শহরের উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। কিন্তু পুলিশের সম্মতি না মেলায় তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি নেতা খান হাসান ইমাম সুজা, কুতুব উদ্দিন, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর সহ আরো অনেকে।
এ সময় বক্তারা অবিলম্বে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দলীয় নেত্রিকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।