মাগুরা প্রতিদিন ডটকম : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার মাগুরায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সকাল ৯ টায় শহরের ভায়নার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে অনশন করতে গেলে পুলিশী বাঁধার মুখে পড়ে। পরে তারা দলীয় কার্যালয়ের মধ্যেই সংক্ষিপ্ত কলেবরে কর্মসূচি পালন করে।
এ সময় পুলিশী বাধার ঘটনায় নিন্দা জ্ঞাপন করে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার্থে মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন।