মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের নামে মানহানির মামলা দায়ের করেছেন ফরিদা রহমান নামে এক মানবাধিকার কর্মি।
এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
মাগুরা জেলা মানবাধিকার সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা রহমান মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে এই মামলাটি দায়ের করেন। এ আদালতের ম্যাজিস্ট্রেট শম্পা বসু মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
গত ১৬ অক্টোবর একাত্তুর টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ উল্লেখ করে ব্যারিস্টার মইনুল হোসেন বক্তব্য রাখায় নারী হিসেবে বাদি অসম্মানিত বোধ করেছেন। যে ঘটনার প্রেক্ষিতে ফরিদা রহমান এই মামলাটি দায়ের করেছেন বলে মামলার আইনজীবী সনি আহমেদ জানান।