মাগুরা প্রতিদিন ডটকম : বায়ান্নর ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নেতা কর্মীরা।
এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলমের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। পরে রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যদ্বয়ের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জাসদের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওহিদুল ইসলাম ফণি, সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তিসহ জাসদ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।
পরে ভোরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রভাতফেরিতে অংশ নেন দলীয় নেতা-কর্মীরা।