মাগুরা প্রতিদিন ডটকম : সারাদেশের মত মাগুরাতেও শনিবার থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। চলবে ১৯ জুন পর্যন্ত।
মাগুরা জেলায় এবার ১ লক্ষ ১২ হাজার ৩৯১ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, ৫ জুন শনিবার থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর, শালিখা উপজেলা ও পৌরসভার মোট ৯৩৯টি ইপিআই কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। যেখানে ৬ মাস থেকে ১১ মাস বয়সি ১২ হাজার ৩৭১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ১ লক্ষ ২০ শিশুকে দেওয়া হচ্ছে লাল ক্যাপসুল।
মাগুরায় ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণপ্রাপ্ত ২১২ জন স্বাস্থ্যকর্মী এবং ১ হাজার ৮৭৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন বলেও তিনি জানান।