মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক সাইদুর রহমান জানান, ১ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি বুধবার সকাল পর্যন্ত শহরের নতুন বাজার, নিজনান্দুয়ালী, পারন্দুয়ালী এলাকা থেকে মাদকবিক্রেতা ও মাদক সেবনকারী ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৬০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা।
জেলা পুলিশের নিয়মিত অভিযানে গ্রেফতারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের নামে থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলা রয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।