মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মালদ্বীপ ফেরত এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। তার বাড়ি সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের কুকিলা গ্রামে।
মাগুরা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত ২১জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৯জন।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, বৃহস্পতিবার মাগুরায় নতুন করোনা আক্রান্ত বলে শনাক্ত ব্যাক্তি গত ১৬ মে মালদ্বীপ থেকে দেশে ফিরেছে।
করোনা শনাক্ত ব্যক্তির পরিবারের অন্যান্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।