আজ, বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৭


মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে এক দিনের নাট্যোৎসব

মাগুরা প্রতিদিন ডটকম : মুজিববর্ষ উপলক্ষে ‘জঙ্গি অবক্ষয় দূর্নীতি, মানবে না এ সংস্কৃতি’-এ শ্লোগানকে সামনে রেখে মাগুরায় শনিবার অনুষ্ঠিত হলো নাট্যোৎসব।

৬৪ জেলায় জাতীয় নাট্যোৎসবের অংশ হিসেবে মাগুরা শহীদ সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক দিনের দু’টি নাটকের প্রদর্শনী।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শনিবার সন্ধ্যায় আয়োজিত নাট্যেৎসবে প্রথমে মাগুরার মহম্মদপুর উপজেলার কলমের সৈনিক নাট্য সংসদের “একজন মুক্তিযুদ্ধা’ নাটকের মঞ্চায়ন হয়।

সালাউদ্দিন আহম্মেদ মিল্টন রচিত নাটকটির নিদের্শনায় ছিলেন দিলীপ অধিকারী। এতে অভিনয় করেন মুরাদ, অলোক, দিলীপ, আনিস, ইকবাল, সোহেল ও রুবেল।

পরে মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিটের ঊনিশ’শ একাত্তর নাটক মঞ্চস্থ হয়। ইমদাদুল হক’ মিলনের ঊনিশ’শ একাত্তর গল্পের নাট্যরূপ ও নিদের্শনা দেন নাজমা আক্তার।

নাটকটিতে অভিনয় করেছেন নাইমা, জিসান, কামিনী, সিয়াম, মুসা, আরাফাত, সাহজাহান, হাসান, ইয়াসিন ও নয়ন।

এক দিনের নাট্যোৎসবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় কার্যনিবাহী সদস্য নাজমা আক্তার, মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ খান এবং মাগুরা থিয়েটার ইউনিটের সভাপতি শফিকুল ইসলাম শফিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology