মাগুরা প্রতিদিন ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শনিবার মাগুরা এলজিইডি মিলনায়তনে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র প্রকৌশলী তাসমিন আক্তার, উপ-সহকারি প্রকৌশলী বদরুল আহসান খান প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিশু অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম।