আজ, বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৬

ব্রেকিং নিউজ :

মাগুরায় রাইড শেয়ারিং কোম্পানির ‘পাঠাও’ থেকে ৪৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : জনপ্রিয় রাইড শেয়ারিং কোম্পানি ‘পাঠাও’ এর কার থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার পাথরা গ্রামের ভিতর পরিত্যাক্ত অবস্থায় কারটিতে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪ শত ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে দশটার দিকে মাগুরা পৌরসভার পাথরা গ্রামের দক্ষিন পাড়ায় রিপন শেখের বাড়ির সামনে থেকে পাঠাও কোম্পানির লোগো সম্বলিত ঢাকা মেট্রো গ-১১-৫৭০৫ নম্বরের সাদা রঙের প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে কারটির পেছনে দুটি বস্তায় রাখা ফেন্সিডিলগুলো উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।

 মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাতে সিমান্ত এলাকা থেকে ফেন্সিডিল বোঝাই একটি গাড়ি মাগুরার উপর দিয়ে যাওয়ার আগাম খরর পেয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। ধারনা করা হচ্ছে ফেন্সিডিল বহনকারীরা বিষয়টি বুঝতে পেরে কারটি পাথরা গ্রামের মধ্যে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে ফেন্সিডিল বোঝাই কারটি উদ্ধার করা হয়।

কার মালিক এবং ফেন্সিডিল বহনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology