মাগুরা প্রতিদিন ডটকম : রাষ্ট্রিয় মর্যাদায় সোমবার মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের লাশ দাফন করা হয়েছে।
এ সময় মাগুরা-০১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-০২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু নাসির বাবলু, পৌর মেয়র জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোল্যা নবুয়ত আলিসহ জেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকালে আসর নামাজের পর মাগুরা পিটিআই মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা সম্মানের পাশাপাশি জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। এ সময় স্থানীয় দুই সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জানান।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে প্রশাসনের পক্ষ থেকে এসআই বিশ্বজিতের নেতৃত্বে বিউগল বাজিয়ে মরহুম মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রিয় সালাম জানানো হয়।
মাগুরা পিটিআই মাঠে আয়োজিত রাষ্ট্রিয় সালাম এবং নামাজে জানাযা শেষে মরহুমের মরদেহ দাফন করা হয় মাগুরা পৌর কবরস্থানে।
বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।