মাগুরা প্রতিদিন ডটকম : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার মাগুরা শহরের নোমানি ময়দানে শহীদ বেদিতে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূষ্পাঞ্জলি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
সকালে জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদুল আলমের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা জাতীয় পতাকা হাতে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা জাসদের সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।