মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের মহাজোটের আওয়ামীলীগ দলীয় প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে নৌকা প্রতিকে ভোট চাইলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
তিনি মঙ্গলবার সাইফুজ্জামান শিখরের বাবা সাবেক এমপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাডভোকট আছাদুজ্জামানের ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শহরের ঢাকা রোডে মরহুম আছাদুজ্জামানের বাসভবনে আয়োজিত স্মরণ সভায় নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
মাগুরা জেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্বে করেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান। বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের আওয়ামীলীগ প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু,এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা মরহুম আছাদুজ্জামানের আত্মার শান্তি কামণা করে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান। এর আগে জেলা পরে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহরের ভায়না পৌর কবরস্থানে গিয়ে মরহুম আছাদুজ্জামানের কবর জিয়ারত করেন।
মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নকে অব্যাহত রাখতে এবারের নির্বাচনে ‘বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান মরহুম আছাদুজ্জামানের ছেলে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনের যোগ্য প্রার্থী।
ইতোমধ্যে মাগুরাবাসী তার মাধ্যমে বিভিন্ন উন্নয়নের সুফল পেয়েছে। প্রধানমন্ত্রীর ¯েœহভাজন সাইফুজ্জামান শিখর নির্বাচিত হলে মাগুরার ব্যাপক উন্নয়ন হবে। তাকে নিয়ে মাগুরায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি অল্প বয়সে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন’।