মাগুরা প্রতিদিন ডটকম : ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভাল’-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বুধবার শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে শিশু একাডেমীর শিল্পীরা দেশাত্মবোধক জারি ও সমবেত সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিশু ও অভিভাবক অংশগ্রহণ করে।
এর আগে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, অধ্যাপক খান শফিউল্লাহসহ অন্যরা।
বক্তারা শিশুদের আগামী দিনের উপযোগী করে গড়ে তুলতে অভিভাবকসহ সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান।