মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলার বিভিন্ন স্থানে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে, মফস্বল এলাকা, বেদে পল্লীতে উপস্থিত হয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা শীতবস্ত্র বিতরণ করেন।
মাগুরা জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ এবং নাজিম উদ্দিন আল আজাদ গত দু’দিন জেলার বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেন।
বয়ে যাওয়া এই তীব্র শীতে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবান মানুষের প্রতিও আহ্বান জানান তারা।