মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার বিকালে ঢাকার শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজনায় গুজব এবং অপপ্রচার বিরোধী ‘মৃত্যু মৃত্যু খেলা’ পথ নাটক পরিবেশিত হয়েছে।
স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মান্নান হিরা রচিত এবং সাজিদুর রহমান নির্দেশিত পথ নাটকটি পরিবেশিত হয়।
পথ নাটকটির তত্ত্বাবধানে ছিলেন শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহি মোমেনা চৌধুরী।
পথ নাটক অনুষ্ঠানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক শামিম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।