মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী পালন করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ।
শুক্রবার সন্ধ্যায় মাগুরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংগঠনটি কেক কেটে জন্মদিন পালন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মামুনুল ইসলাম শাওন, সহ-সভাপতি অভিজিত শিকদার, সাধারণ সম্পাদক মীর সুমন হোসেন সহ আরো অনেকে।
পরে পচাত্তরে ঘাতকদের হাতে নিহত শিশু রাসেল ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।