মাগুরা প্রতিদিন ডটকম : বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রবিবার মাগুরায় শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আফাজ উদ্দিন।
দিবসটির উপর সংক্ষিপ্ত আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকায়না, জেলা শিশু কর্মকর্তা আহমেদ আল হোসেনসহ অন্যান্যরা।
পরে মাগুরা শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও রচনাসহ বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।