মাগুরা প্রতিদিন ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত্ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির শেষ দিন সোমবার দরিদ্র মানুষদের রান্না খাবার খাওয়ালো মাগুরা জেলা যুবলীগ।
এ উপলক্ষে দুপুরে দলীয় কার্যালয়ে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সহ সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক আলী আহমদ আহাদ, পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিন, আশরাফ খান প্রমুখ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।