মাগুরা প্রতিদিন ডটকম : শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মাগুরায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরে শোকব্যালি পথ সভার আয়োজন করা হয়। পথ সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
সকাল সাড়ে ১০ টায় মাগুরা জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শহরে শোকব্যালি বের করা হয়। এতে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীদের পাশাপাশি জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কমীরা অংশ নেন।
ব্যালি শেষে শহরের ভায়নার মোড় স্বাধীনতা চত্ত্বরে পথ সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির।
এছাড়া জেলা কৃষকলীগ সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন করেছে।
জেলা কৃষক লীগ সভাপতি মিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু, কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম সহ আরো অনেকে।