মাগুরা প্রতিদিন ডটকম : শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মাগুরায় জেলা কৃষক লীগের পক্ষ থেকে আলোচনা সভা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১ টায় সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা কৃষক লীগ সভাপতি মিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু, কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান করেন কৃষক নেতৃবৃন্দ। এর আগে কৃষকলীগ জেলা আওয়ামীলীগ আয়োজিত শোক র্যালিতে অংশ নেয়।