মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রম বেগবান করার লক্ষ্যে পৃথক স্কুলের দাবি নিয়ে মানববন্ধন সমাবেশ করেছে সেভ এণ্ড এনকারেজ টু ডেভেলপমেন্ট-সেড নামে একটি বেসরকারি সংগঠন।
রবিবার সাড়ে ১১ টায় শহরের চৌরঙ্গীমোড়ে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠণের পরিচালক এবং সদস্যরা অংশ নেয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের পরিচালক চিত্রশিল্পী শামছুজ্জামান পান্না, ডা. কাজী তাসুকুজ্জামান সহ আরো অনেকে।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে রাষ্ট্রিয় আইনের পূর্ণ বাস্তবায়ণে শ্রবণ প্রতিবন্ধীদের জন্যে পৃথক শিক্ষা কার্যক্রম ও স্কুলের প্রতিষ্ঠার দাবি জানান তারা।