মাগুরা প্রতিদিন ডটকম : শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে মাগুরা জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধন সমাবেশ করেছে।
সকাল ১১ টায় মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইমদাদুর রহমান, সাধারণ সম্পাদক বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান মোল্লা, শামছুর রহমান, সত্যরঞ্জন প্রমুখ।
শ্রমিক নেতৃবৃন্দ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৮ দফা দাবি উল্লেখ করে দাবি সমুহ অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।