মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার দপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র আকাশ মৃধা (২২) নিহত হয়েছেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, মাগুরার শ্রীপুর উপজেলার পারপটোরা গ্রামের ডালিম মৃধার ছেলে আকাশ মৃধা দুপুরে মটর সাইকেল চালিয়ে বোনের বাড়ি শ্রীপুরের নবগ্রাম থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সেখানে তার মা এবং বোনের মেয়েকে রেখে বাড়ি ফেরার পথে পূর্বপাড়া মসজিদের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা অপর একটি মটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ মৃধা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।