মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গত ২৪ ঘন্টায় দুই ব্যক্তি করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার পাওয়া রিপোর্ট অনুযায়ী শনাক্ত হওয়া দু’জন হচ্ছে মহম্মদপুর উপজেলার ফুলবাড়ি এবং শ্রীপুর উপজেলার দূর্গাপুর গ্রামের।
এই নিয়ে মাগুরায় মোট ৪৬ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। যার মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।
মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১ হাজার ৮৩ জনের নমুনা পাঠানো হলেও ৯ শত ৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে পজিটিভ হিসেবে শনাক্তদের মধ্যে ২০ জন সুস্থ্য হয়ে উঠেছে। বাকি ২৪ জনের মধ্যে ২১ জন হোম আইসোলেশন এবং ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে।