মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মাগুরা মিস্ট্রিরিয়াস প্লেনেট থ্রিডি সিনেপ্লেক্সের পক্ষ থেকে শহরে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে শহরের প্রধান প্রধান সড়কে চলাচলরত রিক্সা, ভ্যান ও অটোরিক্সা চালকসহ সাধারণ মানুষের মধ্যে প্রায় ৩ হাজার মাস্ক বিতরণ করা হয়। করোনা প্রতিরোধে জনসচেতনতা মুলক প্রচার প্রচারণাও চালান তারা।
মাস্ক বিতরণ কার্যক্রমে সিনেপ্লেক্সের পরিচালকদের মধ্যে সৈয়দ নিহারুল হক পপুল, ফারুক হোসেন মোল্লা, সহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন “আর্তনাদ” এর সহযোগিতায় তাদের এই মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।