মাগুরা প্রতিনিধি : মাগুরায় সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় বুধবার লিমন হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি যশোর ডিএসবিতে কর্মরত ছিলেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, যশোরে কর্মরত লিমন ছুটিতে তার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মটর সাইকেলে চালিয়ে ফিরছিলেন। দুপুর ২ টার দিকে মাগুরা শহরের কাঁচা বাজার এলাকায় পৌঁছলে সে দূর্ঘটনার শিকার হন। এতে তিনি মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
নিহত কনস্টেবল লিমন হোসেন মাঝাইল গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।