মাগুরা প্রতিদিন ডটকম : বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থিরা।
বৃহস্পতিবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি নিয়ে তারা সারা শহর প্রদক্ষিন করে।
এ সময় “নো সাকিব-নো ক্রিকেট” স্লোগান দিয়ে তারা নিজেদের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়।