মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পাচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা মহিলা ক্লাব ও মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আজ বিকালে মাগুরা দিনান্তক্লাব প্রাঙ্গনে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাসনিম লিলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা মহিলা ক্লাবের সভানেত্রী প্রফেসর নাসরিন অক্তার উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।