মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বৈশাখ বরণ উপলক্ষে রবিবার সাংস্কৃতিক সংগঠন সুরসপ্তক সঙ্গীত নিকেতন শহরে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
দিবস উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৭টায় সংগঠনটি শহরে মঙ্গলশোভা যাত্রা বের করে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে শহরের সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা পৌরমেয়র জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদ আলম, জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, জাসদ সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জাসদ নেতা দেলোয়ার হোসেন দিলুসহ আরো অনেক।
আলোচনা সভা শেষে সুরসপ্তকের সদস্যরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।