মাগুরা প্রতিদিন ডটকম : প্রতি বছরের মতো এবারও শনিবার মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো বাত্সরিক পুনমিলনী অনুষ্ঠান।
স্টেডিয়ামপাড়া যুব সংঘের উদ্যোগে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ পুনর্মিলনী ও মিলনমেলায় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেন স্টেডিয়াম পাড়ার বিভিন্ন বয়সি শিশু, নারী ও পুরুষেরা। সারাদিন ব্যাপী আয়োজিত এসব প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্টেডিয়াম পাড়া যুব সংঘের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলামসহ বিভিন্ন সুধিজন।
এর আগে দুপুরে স্টেডিয়াম পাড়ার প্রতিটি বাড়ির সদস্যদের জন্যে প্রিতিভোজের আয়োজন ছাড়াও সারাদিনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান এ মিলনামেলায় উপস্থিত দর্শক শ্রোতাদের মনোরঞ্জনে সমর্থ হয়।
এই মিলনা মেলা এবং পুনর্মিলনীকে কেন্দ্র করে পাড়ার প্রায় প্রতিটি বাড়িতেই উত্সবমুখর আবহ বিরাজ করে থাকে।