মাগুরা প্রতিদিন ডটকম : স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক বুধবার মাগুরায় অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকখানা রেস্টুরেন্টে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও মাগুরা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক মহিলা সংসদ সদস্য এড: নেওয়াজ হালিমা আরলী’র আয়োজনে স্বেচ্ছাসেবি সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা এবং ইউএসআইডি, ইউকে আইডি, নারীর জয় সবার জয় ও শান্তিতে বিজয় এর অর্থায়নে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে জেলার বিএনপি মতাদর্শের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারি ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, ব্যাবসায়ী, শ্রীমক নেতা, কৃষক, নারী প্রতিনিধিসহ ৩৭ জন অংশগ্রহণ করেন।
বৈঠকে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড: তানজিরা রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা ও স্বেচ্ছাসেবি সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর আসমা আকতার।
গোল টেবিল বৈঠকে মাগুরার স্থানীয় প্রধান সমস্যার মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্য সেবার বঞ্চনা, মাদকের দৌরাত্ব, বেকারত্ব, সড়ক ভোগান্তি, কৃষি পণ্য উৎপাদন ও বিপননের নানা প্রতিবন্ধকতা ও সমধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পাশাপাশি দেশে রাজনৈতিক হামলা-মামলা বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ট নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র ফিরিয়ে এনে উন্নয়ন ও সু-শাসন প্রতিষ্ঠার উপর জোর দেন বক্তারা।
এর আগে সোমবার এবং মঙ্গলবার জাতীয়তাবাদি দলের ৫০ জন কর্মী নিয়ে রাজণৈতিক নেতৃত্ব বিকাশে দুইদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।