মাগুরা প্রতিদিন ডটকম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের উদ্যোগে ২৬ মার্চ শুক্রবার স্বাধীনতা স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করে।
সকাল ৭ টায় জাসদ কেন্দ্রীয় নেতা জাহিদুল আলমের নেতৃত্বে মাগুরা জেলা জাসদ নেতৃবৃন্দ র্যালি করে শহরের নোমানি ময়দানে স্বাধীনতাস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে শহরের কলেজপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উপর আলোচনা সভা।
আলোচনা সভার শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম।
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে দিবসটির উপর বক্তব্য রাখেন সাংবাদিক খান মাজহারুল হক লিপু, সাংবাদিক আবু বাসার আখন্দ।
দিবসটির উপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জাসদ নেতা মাসুদুর রহমান, এডভোকেট তাসলিমা আকতার পপি, হালিমা খাতুন, ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম সহ আরও অনেকে।