মাগুরা প্রতিদিন ডটকম : আমরা সকলের স্বাস্থ্য সুরক্ষা যেমন নিশ্চিত করতে চাই তেমনি চাই অর্থনীতির চাকাও সচল থাকুক। সেই লক্ষ্যপূরণেই সেনা বাহিনীর পক্ষ থেকে অটোরিক্সার কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবর্তিত কাঠামোর চার প্রকোষ্ঠবিশিষ্ট এই অটোরিক্সার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে একথা বলেন সংসদ সদস্য।
মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, যশোর সেনানিবাসের ২ আর্টিলারির অধিনায়ক লে. কর্ণেল আতিফ সিদ্দিকী, মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান।
সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ১৫টি চলমান রিক্সার কাঠামো পরিবর্তন করে চার প্রকোষ্ঠবিশিষ্ট রিক্সায় রূপান্তরিত করা হয়েছে। এতে করে রিক্সায় চলমান যাত্রিদের সামাজিক দূরত্ব নিশ্চিত হবে।
পর্যায়ক্রমে শহরে চলমান সকল অটো রিক্সাকে চার প্রকোষ্ঠে রূপান্তরিত করা হবে বলে সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।