মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরাকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে স্বাস্থ্য সচেতনতা মূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুবলীগের হটলাইন টিম।
মঙ্গলবার মাগুরা জেলা যুবলীগের হট লাইন টিম শহরের কলেজ রোডে, ভায়না মোড়, কাঁচা বাজার, ঢাকা রোড, পুরাতন বাজার, চৌরঙ্গী মোড়, নতুন বাজারসহ বিভিন্ন স্পটে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্ক বিতরণ করে।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের নের্তৃত্বে প্রতিদিন এ হট লাইন টিম করোনার পাশাপাশি ডেঙ্গু বিষয়েও মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া এই করোনার মধ্যেও প্রতিদিন হাসপাতালে গিয়ে সাধারণ রোগীদের খোঁজ খবর নেয়া ও তাদের সঠিক চিকিৎসা প্রাপ্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, করোনা ভাইরাস শুরুর প্রথমদিকে সাধারণ ছুটি কালিন মাগুরা যুবলীগের হটলাইন টিম সাইফুজ্জামান শিখর এমপি’র আর্থিক সহযোগিতায় টানা ৪৫ দিন রাতের অন্ধকারে ক্ষুধার্ত মানুষের বাড়িতে খাবার ও ওষুধ পৌছে দিয়েছে।