মাগুরা প্রতিদিন ডটকম : করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন।
শহরের জামরুল তলায় বিতরণকালে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগ সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি দলিয় কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মসজিদের ইমামদের সাথে আলোচনা করার পাশপাশি তাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।