মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার বিকালে প্রাইভেট কার এবং মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম পাটোয়ারি (৪৫) নামে মটর সাইকেল আরোহি নিহত হয়েছেন। তিনি শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের বিবাহ রেজিস্টার।
মাগুরার শালিখা উপজেলার সীমাখালি গ্রামের মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন পাটোয়ারির ছেলে আবুল কাশেম বিকাল পৌনে ৫টার দিকে মাগুরা জজ আদালতে বাল্য বিবাহ সংক্রান্ত একটি মামলার হাজিরা দিয়ে গ্রামের বাড়ি সীমাখালিতে ফিরছিলেন। পথে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় পৌঁছলে যশোর থেকে ছুটে আসা প্রাইভেটকারটির (যশোর-খ-১১-০১২৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আবুল কাশেমের মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, দূর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি আটক করা গেলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।