মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থি মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মাগুরায় সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থিরা।
বেলা ১১ টায় শহরের শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিরা উই ওয়ান্ট জাস্টিস, নৌমন্ত্রী পদত্যাগ করুন, ঘাতক চালকের ফাঁসি চাই ইত্যাদি নানা শ্লোগান সংবলিত প্লাকার্ড নিয়ে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা শহরের চৌরঙ্গী মোড় ঘুরে সরকারি কলেজের সামনে সড়ক অবরোাধ করে সমাবেশ করে।
এ সময় তারা বিভিন্ন দাবি উত্থাপন করে নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।