মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শহরের কেশবমোড়ে হরিশদত্ত কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাণিজ্যিক এই কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে বেলা ১২ টায় নির্মাণাধিন কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। হরিশদত্ত কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী মাগুরার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সন্তোষ কুমার দত্তের স্ত্রী লিপিকা দত্তের সভাপতিত্বে এ আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, মাগুরা প্রেসক্লাব সম্পাদক শামিম খান, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন আনো, ব্যাংকার সঞ্জয় কুমার দত্ত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভিত্তিপ্রস্তর অবমুক্ত করেন প্রধান অতিথি।
বাণিজ্যিক স্পেস, এপার্টমেন্ট, ২টি লিফট, ফায়ার এক্সিটসহ নির্মাণাধিন হরিশ দত্ত কমপ্লেক্সের স্থাপত্যে শিল্পে নানা নান্দনিকতায় ভরপুর থাকবে বলে জানা গেছে।